অপরাধী শনাক্ত করতে সিআইডিকে সফটওয়্যার দিল এফবিআই
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 23.02.2018 - 02:38 AM
অপরাধী শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) কোডিস নামে একটি অত্যাধুনিক সফটওয়্যার দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই।
বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে এ বিষয়ে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।
সফটওয়্যারটি সর্বাধুনিক প্রযুক্তিতে ডিএনএ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে অপরাধীদের তথ্য সংরক্ষণ করবে। এর মাধ্যমে আগের চেয়ে কম সময়ে অপরাধীদের চিহ্নিত করা যাবে। অনুষ্ঠানে এই প্রযুক্তি নিয়ে সিআইডি কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
এ সময় যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করতে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল।
তিনি আরও বলেন, নতুন এই প্রযুক্তি ব্যবহার করে ডিএনএ বিশ্লেষণের পাশাপাশি পরিচিত ও অপরিচিত নমুনার মধ্যে তুলনা করা যাবে। বাংলাদেশ এখন বিশ্বের ৫১টি দেশের একটি যারা এই সফটওয়্যার ব্যবহার করবে। ফলে তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ পুলিশ আরও একধাপ এগিয়ে গেল।
২০১৩ সালে কোডিস সফটওয়ারটি রানা প্লাজায় নিহতদের মরদেহ শনাক্তে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে প্রদান করা হয়েছিল।