মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না, তদন্তে দায়ভার পেলে ব্যবস্থা: আইজিপি

অনলাইন ডেস্ক
সোম, 28.04.2025 - 08:51 PM
Share icon
Image

নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না। তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিরীহ কাউকে যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয়, সেই নির্দেশনা পুলিশের সব স্তরে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আজ (২৮ এপ্রিল) রাজধানীতে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, 'এক সময় মামলা দায়ের করতে বাদী মৌখিকভাবে বলত, পুলিশ সেটি লিখে রাখত। তবে এখন নিজের হাতে লিখে নিয়ে আসেন। আইনের বাধ্যবাধকতার কারণে পুলিশের মামলাটি নিতে হয়ে। এক্ষেত্রে দেখা যাচ্ছে অপরাধ করেছে ৫-১০ জন; অথচ ৩০০ জনকে এর সঙ্গে যুক্ত করা হচ্ছে।'

আইজিপি বলেন, 'গতকালও এমন একটা মামলা হয়েছে। তবে পুলিশ আশ্বস্ত করছে তদন্তে যাদের নাম আসবে তারাই কেবল গ্রেপ্তার হবেন। অন্যদের হয়রানি করবে না কেউ।'

তিনি আরও জানান, জুলাই-আগস্টের আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডে দায়ের করা মামলাগুলোর পলাতক অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।

আইজিপি বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি জড়িত পুলিশ সদস্যদের অনেকেই বিদেশে পালিয়ে রয়েছেন। যারা দেশে রয়েছেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে, আর যারা বিদেশে রয়েছেন তাদের ফেরানো জন্য ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।'

 

Share icon