শেরপুরের শ্রীবরদীতে ত্রিবার্ষিক সম্মেলন নিয়ে সরব যুবলীগ

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 21.07.2018 - 05:19 PM
Share icon
এসডি সোহেল রানা, শ্রীবরদী (শেরপুর)প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন ও ২৮ জুলাই আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে সরব হয়ে ওঠেছে শেরপুরের শ্রীবরদী গোসাইপুর ইউনিয়নের নেতাকর্মীরা। চলছে লবিং গ্র“পিং। রাত গভীর পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন পদপ্রার্থীরা। কে হবেন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদক। এ প্রশ্ন এখন ইউনিয়ন থেকে শহরের সবার মুখে মুখে। দলীয় সূত্র ও সরেজমিন ঘুরে ওঠে আসে এমন তথ্য। সূত্র জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একেএম ফজলুল হক। তিনি সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি শক্ত করছেন দলীয় মাঠ। এদিকে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরাও বসে নেই। ইতোমধ্যে বেশিরভাগ ইউনিয়নে গঠন করেছে ওয়ার্ড থেকে ইউনিয়ন যুবলীগ কমিটি। ২৮ জুলাই গোসাইপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ নিয়ে সরব হয়ে ওঠেছে রাজনৈতিক মাঠ। ইতোমধ্যে গোসাইপুর ইউনিয়নে গঠন হয়েছে সবকটি ওয়ার্ড কমিটি। এবার ইউনিয়ন সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে প্রার্থী নিয়ে চলছে ব্যাপক টানাটানি। যুবলীগের সম্মেলনকে ঘিরে কানাঘোষা চলছে আওয়ামী লীগ ও দলের অংগ সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও। সূত্র মতে, সভাপতি পদ চাচ্ছেন ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি মৃত আঃ খালেকের ছেলে জাহাঙ্গির আলম। তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত যুবলীগে শ্রম দিয়ে আসছি। এছাড়া রয়েছেন আনোয়ার হোসেন বিএসসি, আনছার আলী, নুর ইসলাম ও রহুল আমীন বাবলু। তারা জানান, দলের অভ্যন্তরে থেকেই দলের পদ প্রত্যাশা করছি। সাধারণ সম্পদক পদে লড়ছেন সাবেক ছাত্রলী নেতা আব্দুর রশিদ, রাশেদ ও মুকুল। ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজা মিয়া, নুর ইসলাম, মাসুদসহ অনেকে জানান, দীর্ঘদিন যাবত যার হাত ধরে যুবলীগ করে আসছে, যে কাছে থাকে, যার নেতৃত্বে সুসংগঠিত, তাকেই তারা সমর্থন করবেন। উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল বলেন, যে যোগ্য, সৎ এবং দলের জন্যে কাজ করে আসছে তাকেই পদে আনা হবে। উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমিরুল ইসলাম বলেন, যার জনপ্রিয়তা আছে এবং আগামি জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ আসনের নৌকা প্রতীক বিজয়ী করতে সক্রিয় ভূমিকা রাখবে তাকেই পদে আনা হবে। তিনি আরো বলেন, বর্তমান এমপি একেএম ফজলুল হক চান বর্তমান সরকারের উন্নয়নের পাশপাশি এলাকায় ব্যাপক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য তিনি এবার মনোনয়ন পাবেন বলেও প্রত্যাশা করেন এ নেতা।
Share icon