শেরপুরের শ্রীবরদীর সদর ইউনিয়নের উপনির্বাচনে শাহীনুল বারী নির্বাচিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 25.07.2018 - 09:05 PM
এসডি সোহেল রানা, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য পদে মামদামারী দাখিল মাদ্রাসা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৪শ ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহীনুল বারী ভুট্টু (বৈদ্যুতিক পাখা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দী মহসীন আলী (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩শ ৭৯ ভোট। উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান জানান, ইউপি সদস্য গোলাম মোস্তুফা দুদা মারা যাওয়ার পর বুধবার উপ-নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এখানে ভোটার সংখ্যা ১ হাজার ৩শ ৩৬। এর মধ্যে ভোট গ্রহণ হয়েছে ৯শ ৯৭। অনুপস্থিত ছিল ৩শ ৫৯ ভোট। বাতিল ভোটের সংখ্যা ১৮টি।