শেরপুরের শ্রীবরদীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 23.10.2018 - 03:54 AM
Share icon
Image
শ্রীবরদী,(শেরপুর)প্রতিনধিঃ শেরপুরের শ্রীবরদীতে আলহাজ্ব আব্দুল হাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মামদামারী খামারবাড়ীর উদ্যোগে ও গোলাম মোস্তুফা জিন্নাহ’র পৃষ্ঠপোষকতায় বিকালে উপজেলার মামদামারী হেলিপ্যাড মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলহাজ্ব মো: আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংগীতের পর আমন্ত্রিত অতিথি’র বক্তব্য দেন জেলা আইনজীবি সমিতির সভাপতি ও শ্যামলবাংলা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, পৌর সভার মেয়র আবু সাইদ, জেলা পরিষদ সদস্য আল আমিন, সহকারি অধ্যাপক মোহাম্মদ আছমত আলী, সহকারি অধ্যাপক আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল­াহ ছালেহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, কবি তালাত মাহমুদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন ও সাংবাদিক জুবায়ের রহমান প্রমূখ। খেলায় ৮ টি দল অংশ গ্রহণ করেছিল। ফাইনালে লাল দল ও সবুজ দল প্রতিযোগিতা করেন। এতে ২-১ গোলে সবুজ দলকে পরাজিত করে লাল দল বিজয়ী লাভ করে। এজেড রুমানের উপাস্থপনায় খেলায় রেফারির ছিলেন রহুল হায়দার শামীম। পরে বিজয়ী ও রানার সাপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন অতিথি বৃ›দ্ব। খেলার মাঠের চারিদিকে দর্শক ছিল চোখে পড়ার মতো।
Share icon