শেরপুরে হুইপ কন্যা অমি’র উদ্যোগে হিজড়া সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সময় ডেস্কঃ মহামারী করোনা ভাইরাস দুর্যোগ পরিস্থিতিতে শেরপুরে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপির ব্যবস্থাপনায় ৮ এপ্রিল বুধবার সকাল ১১টায় শেরপুর শহরের জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি’র উদ্যোগে শেরপুর শহরে বসবাসরত তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী সহায়তা করা হয়।
এসময় হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃংখলভাবে ৩০ জন হিজড়া জনগোষ্ঠীর মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, সাবান ও মাস্কসহ এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জরুল হক, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাসরিন রহমান, শেরপুর জেলা আওয়ামীলীগ শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেন, শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও প্রেসক্লাবের সাংগঠিনিক সম্পাদক মানিক দত্ত, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামীমআরা বেগম প্রমূখ।