শেরপুরে কাকলি সমবায় সমিতির দরিদ্র সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 21.04.2020 - 06:56 AM
Share icon
Image

সময় ডেস্কঃ শেরপুর জেলার পুরস্কার প্রাপ্ত বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান কাকলি বহুমুখি সমবায় সমিতি লিমিটেড এর যে সকল সদস্য করোনা ভাইরাসের কারনে উর্পাজন করতে পারছেন না এবং সংসার চালাতে পারছেন না সে সকল সদস্যদের মাঝে চাউল, ডাউল, তৈল, আলু বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়া হচ্ছে। 

সমিতির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের নেতৃত্বে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। 

 ১৯ এপিল ১০০জন সদস্যের কাছে খাদ্যদ্রব্যের ব্যাগ পৌছানো হয়। সে সময় সমিতির সাধারণ সম্পাদক মানিক দত্ত, আনিসুর রহমান, হুমায়ুন কবীর, সাইদুজ্জান রন্টু, অটলেষ মালাকার, নন্দ সাহা, বিদুৎ নন্দী, অর্ণিবান রায়,যাদব ঘোষ, মামুনুল আলম মামুন, রাজু সাহা খাদ্যদ্রব্য বিতরনে অংশ নেয়। 

সমিতির সাধারণ সম্পাদক মানিক দত্ত জানান, সমিতির যে সকল সদস্য সাংসার চালাতে হিমশিম খাচ্ছেন, লজ্জায় বলতেও পারছেন না, কিছু করতেও পারছেন না, সে সকল সদস্যদেরকে খাদ্যদ্রব্য বিতরন শুরু হলো।

 উল্লেখ্য, কাকলী বহুমুখী সমবায় সমিতির সদস্য সংখ্যা ১২০০ হলেও বেশিরভাগ সদস্যই সচ্ছল।

 

Share icon