শেরপুরের ঝিনাইগাতী বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য
নিজস্ব প্রতিবেদকঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে। সম্প্রতি ঐ বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে পছন্দের প্রার্থীর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে দুই জন নাবালক ডামী প্রার্থীকে আবেদন করিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্ভরযোগ্য সূত্র জানায়, নিয়োগ প্রত্যাশী ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির আত্মীয় স্থানীয় বনগাঁও খন্দকার পাড়ার মোহাম্মদ আলীর পুত্র মোঃ মনিরুজ্জামান ২০১৫ সালে জন্ম তারিখ ২ এপ্রিল ২০০১ লিপিবদ্ধ করে, জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হন।
ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তেলেসমাতিতে ২০১৮ সালে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় তার জন্ম তারিখ লিপিবদ্ধ হয়েছে ২৬ ডিসেম্বর ১৯৯৭ ইং।
এদিকে চাকুরীর প্রত্যাশী অনেকেই নিয়োগ পরীক্ষা স্থগিতের জন্য ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করলেও বন্ধ হয়নি নিয়োগ প্রক্রিয়া। একটি দৈনিক পত্রিকায় বিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
জানাযায়,পরিচ্ছন্নকর্মী নিয়োগ বানিজ্যে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি। এ ব্যাপারে ঐ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ আঃ ছামাদ এ প্রতিবেদক কে জানান, কোন নাবালক প্রার্থী পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পেয়েছে বলে আমার জানা নাই। পছন্দের প্রার্থীর জেএসসি ও এসএসসির জন্ম তারিখের বিতর্কের বিষয়ে তিনি কোন সদোত্তর দিতে পারেননি।
এদিকে এলাকাবাসী জানায়, নিয়োগে পছন্দের প্রার্থীকে চূড়ান্ত করতে মোঃ শরিফুল ইসলাম ও মোঃ হাসিবুল ইসলাম নামক ২ নাবালককে ডামী প্রার্থী হিসাবে পরীক্ষায় অংশ গ্রহণের প্রবেশ পত্র সরবরাহ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে চাকুরী প্রত্যাশী প্রার্থীরা আগামী ১৮ জুলাই সংশ্লিষ্ট পদের বিতর্কিত নিয়োগ পরীক্ষা স্থগিত করে, তদন্ত পূর্বক জনস্বার্থে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছে।