(ফলোআপ নিউজ-২) শেরপুরে পছন্দের প্রার্থীকে চাকরী দিতে আদালতের আদেশ অমান্য !!

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 18.07.2020 - 02:41 PM
Share icon
Image

নিজস্ব প্রতিবেদকঃ শেরপুরের ঝিনাইগাতীর বনকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মী নিয়োগে সম্প্রতি আদালত সুকোজের আদেশ দেয়। পছন্দের প্রার্থীকে চাকরী পাইয়ে দিতে বিদ্যালয়  কর্তৃপক্ষের বিশেষ তদবীরে ঝিনাইগাতী উপজেলা শিক্ষা অফিসার ও শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক তড়িঘড়ি করে ১৮ জুলাই শনিবার পরীক্ষা অনুষ্ঠিত করেন।

১৩ জন চাকরী প্রার্থীর মধ্যে উপস্থিত ৩ জন প্রার্থী দিয়ে ১ জনকে চাকরী দেওয়ার প্রক্রিয়ায় কথিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষা প্রতিনিধি ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি জানান, আদালতের সুকোজের বিষয় তারা অবগত। পরীক্ষা নিতে আইনগত বাধা নেই বলে জানান।

Share icon