শেরপুরে ১৬ সাংবাদিককে প্রধানমন্ত্রীর অনুদান॥
স্টাফ রিপোর্টারঃ করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে অনুদান পেয়েছেন শেরপুর জেলার ১৬ সাংবাদিক। ২৮ জুলাই মঙ্গলবার বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে তালিকাভুক্ত ১৬ সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি।
এসময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর ইউএনও মোহাম্মদ ফিরোজ আল মামুন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। জেলার ১৬ জন পেশাদার সাংবাদিকের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহায়তায় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে সারাদেশে প্রথম দফায় ৫ হাজার সাংবাদিকের প্রত্যেককে ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্টের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ জানান, পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর এ অনুদান অব্যাহত থাকবে।
উল্লেখ্য গত ঈদুল ফেতরের আগ মুহুর্তে করোনা পরিস্থিতিতে কর্মহীন, চাকুরিচ্যুত, অসুস্থ্য, দু:স্থ্য ও মৃত সাংবাদিকদেরও প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে অনুদান প্রদান করা হয়।