শেরপুরের ঝিনাইগাতীতে সবজি ফসলের সাথে শত্রুতা - নিঃস্ব কৃষক
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুরঃ শেরপুর জেলার ঝিনাইগাতীতে রাতের আধারে ২৫ শতাংশ জমির শশা কেটে ফেলেছে দূর্বৃত্তরা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের প্রতাবনগর গ্রামে দুবৃর্ত্তরা রাতের আধারে ২৫ শতাংশ জমির ধরুন্তি শশা গাছ কেটে ফেলেছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে প্রতাবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক সাইফুল ইসলাম ধার-দেনার মাধ্যমে সবজি হিসেবে বাজারে বিক্রি করার জন্য শশা চাষ করেন। এখন ভরা ক্ষেত নষ্ট হওয়ায় ওই গ্রামের কৃষক সাইফুল ইসলাম একেবারে পথে বসে যাচ্ছেন।
রাতের আধারে এমন কাজ করায় ক্ষতিগ্রস্থ কৃষক সাইফুল নির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগও দায়ের করতে পারছেন না। ফলে এমন ক্ষতিকর কাজ করেও দুর্বৃত্তরা থাকছে ধরা- ছোঁয়ার বাইরে। ভুক্তভোগী কৃষক জানিয়েছে, শত্রুতা করেই কেউ এমন কাজ করছে বলে ধারণা তার।
কৃষক সাইফুল এ বিষয়ে পুলিশকে লিখিতভাবে জানিয়েছে। ঝিনাইগাতী থানার এসআই সায়েদুল ইসলাম সাজু জানান, এ ব্যাপারে তদন্ত কাজ চলছে। ওসি সাহেব তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে জানান।