শেরপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 12.11.2020 - 01:00 AM
Share icon
Image

স্টাফ রিপোর্টার॥ শেরপুরে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর বুধবার বিকেলে জেলা যুবলীগের উদ্যোগে শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর মোড়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।

জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, তথ্য ও গবেষণা সম্পাদক, শেরপুর পৌরসভার মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সমাজকল্যাণ সম্পাদক তাপস কুমার সাহা, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী, শেরপুর সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, জেলা কৃষকলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী, জেলা যুবলীগের অন্যতম নেতা ইব্রাহিম খলিল মেহেদি, আব্দুল মতিন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট।

Image

সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ নুর মামুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ খোরশেদ আলম ইয়াকুব, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ওয়াজকুরুনী, সাধারণ সম্পাদক ডাঃ শরাফত আলী, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আক্রামুজ্জামান, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান রুমান, জেলা যুবলীগ নেতা ওয়াসিম আক্রাম, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন মনু, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুক্তা, ছাত্রলীগ নেতা নয়ন তালুকদার, আব্দুল কুদ্দুস মোয়াজ, রাকিবুল আলম প্রমুখ। 

অনুষ্ঠানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির হোসেন খোকন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এসআরডি আলম, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মোশারফ হোসেন বুলবুল, মমতাজ উদ্দিন, দুলাল মিয়া, বাবুল মিয়া, শফিকুল ইসলাম, শহর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমেনা খাতুন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রুবেল, জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এডভোকেট তাজুমুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল করিম, বর্তমান সাধারণ সম্পাদক লুৎফর রহমান, হাবিবুল্লাহ বাহার, বাকী বিল্লাহসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে ৩টায় ওই আলোচনা সভাস্থলে নতুন বাসটার্মিনাল, মীরগঞ্জ, গৌরীপুর, কালিগঞ্জ, মোবারকপুর, নওহাটা ও দিঘারপাড়সহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল জড়ো হলে এক পর্যায়ে তা সমাবেশে পরিণত হয়। এর আগে সকালে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনসহ যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
 

Share icon