শেরপুর জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির উদ্যোগে প.প. কর্মকর্তাদের সংবর্ধনা ও পরিচিতি সভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শেরপুর জেলা শাখার সমন্বিত উদ্যোগে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সংবর্ধনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়। ২০ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শ্রীবরদী উপজেলার লাউচাপড়া পিকনিক স্পটের ডাক বাংলোতে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আবু রায়হানের (এফপিআই) সঞ্চালনায় ওই সংগঠনের সভাপতি সাজ্জাদূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোদ্দাব্বের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর পরিবার পরিকল্পনা সহকারি পরিচালক মোঃ হুমায়ুন কবির তালুকদার, ডা. মোঃ আসাদুল ইসলাম সহকারি পরিচালক (সিসি), ডা.শারমিন রহমান অমি - মেডিকেল অফিসার (ক্লিনিক) মা ও শিশু কল্যাণ কেন্দ্র।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, ডা. সোমাইয়া খাতুন সায়মা (এমসিএইচ-এফলি) শ্রীবরদী, মোঃ আব্দুল কুদুস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্রীবরদী, মোঃ শফিকুল ইসলাম (এফপিআই) সদস্য, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি কেন্দ্রিয় পরিষদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন (এফপিআই) প্রমূখ।
বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে জোরদার করতে কেন্দ্রীয় থেকে তৃণম‚ল পর্যন্ত সবাইকে একযোগে কাজ করে সেবার মান আরো বাড়াতে হবে। এ জন্য জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সরকারের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় কর্মচারী সমিতির নেতা কর্মীরা তাদের বিভিন্ন দাবি উত্থাপন করেন। পরে পরিবার পরিকল্পনা কর্মকর্তারা তাদের বক্তব্যে ওই দাবির বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন বলে জানান।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা শেরপুর জেলা শাখার নেতাকর্মী ও মাঠ কর্মচারীগন।
পরে মধ্যাহ্নভোজের পর উপস্থিত সকলের অংশগ্রহণে লটারি অনুষ্ঠানের আয়োজন করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।