শেরপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 26.12.2020 - 01:43 AM
Image
শেরপুর প্রতিনিধিঃ গীর্জায় গীর্জায় বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেরপুরের বিভিন্ন এলাকায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়ম নগর খ্রীষ্টান ধর্মপল্লীতে সকালে প্রার্থনা এবং পরে কেক কেটে দিনটি’র শুভ সূচনা করেন মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুবল কুজুর সিএসসি।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এরপর বাড়ি বাড়িতে চলে কীর্ত্তন, প্রীতি ভোজ, প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদীসহ সদর উপজেলার ৭৪টি গীর্জায় উদযাপিত হয় বড়দিন। এবার করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে বড়দিনের অনুষ্ঠানাদি অন্যান্যবারের চেয়ে সীমিত করা হয়েছে। গীর্জায় গীর্জায় ছিল পুলিশী নিরাপত্তা।