শেরপুর প্রেসক্লাবের সদস্য নবায়নের নোটিশ

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 20.01.2021 - 11:58 AM
Share icon
Image

এতদ্বারা শেরপুর প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্য মহোদয়গণকে জানানো  যাচ্ছে যে, সদস্যপদ নবায়নের জন্য আগামী ২৯ জানুয়ারী-২০২১ তারিখের মধ্যে বিগত ৬মাসের অন্তত তিনটি নিউজ কাটিং (পত্রিকার ক্ষেত্রে), আইডিকার্ড/নিয়োগ পত্র ও শিক্ষাগত যোগ্যতার (কমপক্ষে এইচএসসি পাস) সনদ পত্রের নিজ স্বাক্ষরে সত্যায়িত ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি ও মাসিক চাঁদা বাবদ সর্বমোট ১২০০/- (এক হাজার দুইশত) টাকাসহ ক্লাবের সাধারণ সম্পাদকের নিকট জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো । 

ধন্যবাদান্তে-

মো: শরিফুর রহমান
সভাপতি  ও
মো: মেরাজ উদ্দিন
সাধারণ সম্পাদক
শেরপুর প্রেসক্লাব।

Share icon