রৌমারীত সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 23.02.2021 - 02:42 PM
Share icon
Image

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বাংলাদশ সমাচার ও বার্তা বাজার পত্রিকার সাংবাদিক ‘বুরহান উদ্দিন মুজাক্কির’কে নির্মমভাব গুলি কর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে রৌমারী উপজলার সাংবাদিকদের আয়াজনে উপজেলা চত্বর সাংবাদিক শফিকুল ইসলামর আহবান ও ইয়াছির আরাফাত নাহিদের সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে  বক্তব্য দেন, রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা, দৈনিক যুগান্তের এসএম সাদিক হোসেন, সমকালের জিতেন চদ্র দাস, করতোয়ার শওকত আলী মন্ডল, বাংলাদশ সমাচারের এসএমএ মমিন, উপজেলা প্রসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আক্তারুজ্জামান আক্তার, আমাদর নতুন সময় ও ৭১ বার্তা ডটকমের  শফিকুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি মুরাদুল ইসলাম মুরাদ, দিনকালের এলাহি শাহরিয়ার নাজিম, মাতৃছায়ার রেজা-উদ দৌলা, যায়যায় দিনের মিজানুর রহমান মিনু, জিটিভির প্রতিনিধি শাহাদত হাসন, ভোরের কাগজের মাসুদ পারভেজ রুবেল, দৈনিক শিক্ষা ডট কমের সাখাওয়াত হোসেন সাখা, বার্তা বাজারের সাঈদ হোসেন কাকন, আমার সংবাদের বেলাল হোসোন, সচেতন কন্ঠের মতিয়ার রহমান চিশতী, , সুধীজনের মধ্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম, রৌমারী সদর ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসন বিপ্লব, রৌমারী  সরকারি কলেজের  সহকারী অধ্যাপক এমআর ফেরদৌস, প্রভাষক ফরিদ উদ্দিনসহ উপজলার বিভিন সামাজিক সাংস্কতিক সংগঠনের প্রতিনিধি, ইলেকট্রনিক্সও প্রিট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার দৈনিক বাংলাদশ সমাচার ও বার্তা বাজারের নোয়াখালি প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির’কে নির্মমভাবে গুলি কর হত্যায় জড়িতদের অতি দ্রুুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নির্যাতিত সকল সাংবাদিকের দ্রুত বিচারের আওতায় এনে দোষি ব্যক্তিদর শাস্তির জোর দাবি জানান। 

উল্লখ্য যে, গত শুক্রবার (১৯ ফ্রেব্রুয়ারী) নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বাংলাদশ সমাচার ও বার্তা বাজার পত্রিকার প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির’ক নির্মমভাবে হত্যা করা হয়।

Share icon