শেরপুরের শ্রীবরদীতে জলমহালে লুটপাটের প্রতিবাদে মানববন্ধন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 06.03.2021 - 04:42 PM
Image
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে নৌকা, জাল ও মাছ লুটসহ অবৈধ দখল উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শরিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সম্মিলিত মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে শহরের ডাকবাংলার সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জলমহালর ক্ষতিপূরণের দাবি তুলে বক্তব্য দেন একতা মৎসজীবি সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ ক্ষতিগ্রস্ত মৎসজীবিরা। এতে শতাধিক মৎসজীবি অংশ নেন।