শেরপুর কন্ঠচর্চা আবৃত্তি কেন্দ্র'র আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদকঃ শেরপুরে কন্ঠচর্চা আবৃত্তি কেন্দ্র এর আত্মপ্রকাশ হয়েছে। ২০ নভেম্বর শনিবার রাতে পৌর শহরের শিশু কিশোর সংগঠন পাতাবাহার খেলাঘর আসরে আবৃত্তি চর্চা ও বিকাশের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাতাবাহার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দীপক দামের সভাপতিত্বে সভা সঞ্চালন করেন মলয় চাকী।
সভায় বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রবীন আবৃত্তি শিল্পী মলয় মোহন বল, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক নাট্যকার শিব শংকর কারুয়া, আবৃত্তি শিল্পী বিপুল দাম হৃদয়, করুনা দাস কারুয়া, আস সাদিক সাদি, শুভংকর সাহা, রজত সাহা অন্তু প্রমুখ।
সভায় জাতীয় আবৃত্তি সমন্বয় পরিষদের শাখা হিসেবে শেরপুরে কন্ঠচর্চা আবৃত্তি কেন্দ্র নামে একটি আবৃত্তি সংগঠন গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। অন্তর্বতী সময়ের জন্য মলয় মোহন বলকে আহবায়ক এবং মলয় চাকীকে সদস্য সচিব করে উপস্থিত সকলকে সদস্য করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।