শ্রীবরদীতে ইউপি নির্বাচনে কর্মীদের হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 23.12.2021 - 06:15 PM
Share icon
Image

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শেরপুরের শ্রীবরদীর তাতিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুর রউফ মিয়ার আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টা উপজেলার বটতলা বাজারে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট মো. আব্দুর রউফ মিয়া। 

অভিযোগের ব্যপারে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আসাদউল্লাহ বিল্লালের ভাই পুলিশের এএসপি পদ মর্যাদার কর্মকর্তা। এই প্রভাব খাটিয়ে নানাভাবে আমাদের কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে। পেশি শক্তি আর টাকা দিয়ে নির্বাচনী আচরণবিধি লংঘণ করছে। বলাবলি করছে, সিল মেরে ভোট নিবে। এতে ভোটাররা আতংকিত হয়ে পড়েছে। এ বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

অভিযোগের ব্যাপারে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আসাদউল্লাহ বিল্লালের সাথে কথা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 

Share icon