তৃতীয় দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া-ইউক্রেন

অনলাইন ডেস্ক
সোম, 07.03.2022 - 01:47 PM
Share icon
Image

সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে খবরে জানানো হয়। তবে কোথায় এবং দিনের ঠিক কোন সময়ে বৈঠক অনুষ্ঠিত হবে তা স্পষ্ট নয়। এর আগে বেলারুশের ব্রেস্ট অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা দুই দফা বৈঠকে মিলিত হন।  বৈঠকে মারিওপোল ও ভলনোভাখায় মানবিক করিডোর খোলার বিষয়ে একমত হয় দুই দেশ। 

মানবিক করিডোর খোলার ঘোষণা দেওয়া হলেও লড়াইয়ের কারণে বেসামরিক নাগরিকদের ঠিকমতো সরিয়ে নেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে মারিওপোলের নগর কর্তৃপক্ষ। রোববার ক্রেমলিন ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস জানায়, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ব্যর্থ হয়েছে। 

যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকের দোষারোপ করছে। মারিওপোল দখলের মাধ্যমে আজভ সাগরে ইউক্রেনের প্রবেশ বন্ধ কর দিতে চায়  রাশিয়া। এর মাধ্যমে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে পারবে মস্কো। ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ‘দোনবাস অঞ্চলে’ সামরিক অভিযানের ঘোষণা দেন। #সমকাল

Share icon