মহানবীকে কুটক্তির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) ও আয়শা (রা:) কে নিয়ে কুটক্তির প্রতিবাদে শেরপুর সদর উপজেলার শেখহাটি বাজারে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও কুষপোত্তলিকা দাহ করা হয়েছে । ১৩ জুন সোমবার দুপুরে শেখহাটি জাগরণ সংঘের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ভারতের ক্ষমতাশীন দল বিজিপির মুখপাত্র নূপুর শর্মা ও নাবিল জিন্দাল কর্তৃক প্রিয়নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন,
শেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রহমত উল্লাহ, শেখহাটি জাগরণ সংঘের সভাপতি শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রহুল আমিন, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, শেখহাটি জামে মসজিদের ইমাম আলহাজ্ব মৌলানা উমর আলী, হাফেজ শামছুজ্জামান সুজন, ৩ ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ, সমাজ সেবক হাবিবুর রহমান, রুমান আহমেদ, মজনু মিয়া প্রমুখ।
এসময় বক্তারা রাসূলের অপমানের প্রতিবাদে নূপুর শর্মা ও নাবিল জিন্দালের ফাঁসির দাবি করেন এবং সকল প্রকার ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা দেন। এবং বাংলাদেশ সরকারের প্রতি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।