শেরপুরে জনশুমারি ও গৃহগণনার উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত
শেরপুরে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত ‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’, এ শ্লোগানকে সামনে রেখে জনশুমারি ও গৃহগণনা উদ্বোধন হয়েছে । এ উপলক্ষে সকাল ৯ টায় শেরপুরের জেলা প্রশাসকের বাংলো থেকে এ গৃহগণনা শুরু করা হয়।
এরপর সোয়া ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেলা আক্তার। পরে শোভাযাত্রাটি শহরের চকবাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ করা হয়।
এসময় শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবতোষ নিয়োগী, জেলা পরিসংখ্যাান অফিসের উপ-পরিচালক মুসফিকুর রহমান, ৩টি বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ও সামরিক প্রশিক্ষক মো. শাহিন মিয়া বিএসপিসহ জেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং জনশুমারি গণনাকারীরা উপস্থিত ছিলেন।
এ গণনা কার্যক্রমে জেলার ৫ উপজেলার মোট ৩ হাজার ৬৭৫ টি এলাকায় মোট ৬১৬ জন সুপারভাইজারের নেতৃত্বে মোট ৩ হাজার ৫৯১ জন গণনাকারী অংশ নিয়েছে। গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন।