শেরপুরে রাস্তা-ফুটপাত দখলমুক্তের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালান হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী শেরপুর পৌরসভার বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। ওই সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা অর্ধশত অস্থায়ী দোকান এবং বিভিন্ন মার্কেটের সামনের রাস্তার অংশ দখল করে রাখা পণ্য উচ্ছেদ করেছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন।
এ সময় ০৭ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার সাতশ টাকা অর্থদণ্ড করা হয়। তাছাড়া শব্দ দূষণের অভিযোগে দুই ট্রাক ড্রাইভারকে হাইড্রোলিক হর্ন ব্যবহারের জন্য ২ হাজার টাকাসহ মোট ২৭ হাজার সাতশ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন জানান, পৌর শহরের যানজট নিরসনের লক্ষ্যে সড়ক পরিবহন আইনে গোয়ালপট্টি ও নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে সড়ক ও ফুটপাতমুক্ত করা হয় এবং একই অপরাধের জন্য জরিমানা প্রদান করা হয়। জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
ওই অভিযানে বিআরটিএ, পুলিশ প্রশাসনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।