শেরপুরে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

স্টাফ রিপোর্টার
শুক্র, 07.06.2024 - 11:47 PM
Share icon
Image

শেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে  ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। শুক্রবার (০৭জুন) রাতে শহরের নিউ মার্কেটে অবস্থিত জেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওই সময় শেরপুর ( সদর -১) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানুর সভাপতিত্বে শেরপুর প্রেসক্লাবের সভাপতি, দেবাশীষ ভট্টাচার্য্য এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, বীর মুক্তিযোদ্ধা, মোঃ আব্দুল খালেক, জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল কাদের, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ।

ছানোয়ার হোসেন ছানু এমপি তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক ৬ দফা  স্বাধীনতার মূলমন্ত্র, যার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

বক্তারা ৬ দফা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। জাতির পিতা বঙ্গবন্ধুর ৬ দফা ছিলো পরাধীন বাঙ্গালীর স্বাধীনতার বীজমন্ত্র। সেদিনের এ মুক্তির সনদ নিয়ে বঙ্গবন্ধু সমগ্র জাতিকে একত্রিত করেছিলেন।

অনুষ্ঠানে সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান, সাবিহা জামান শাপলা, আওয়ামী লীগ নেতা এডভোকেট, মোঃ মোছাদ্দেক ফেরদৌসী, সদর উপজেলার সাবেক ভাইস- চেয়ারম্যান মোহাম্মদ বায়েজীদ হাসান,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা কানু চন্দ্র, জেলা যুবলীগের নেতা মোঃ আব্দুল মতিন, জেলা কৃষক লীগের, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান লেবু, জেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগসহ জেলার বিভিন্ন পর্যায়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র-জুনিয়র সাংবাদিকরা সহ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share icon