শেরপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-নগদ টাকাসহ দুই নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
বুধ, 30.10.2024 - 07:32 PM
Share icon
Image

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর গ্রামে মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ মোছাঃ কাকলি আক্তার (৩৪) ও মোছাঃ কাকন আক্তার (২৮) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত মোছাঃ কাকলি আক্তার শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর এলাকার মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার স্ত্রী ও তার শালিকা মোছাঃ কাকন আক্তার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ইজারাপাড়া এলাকার কাবিল শেখ এর মেয়ে। 

৩০ অক্টোবর বুধবার বিকেলে শেরপুর জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। 

ওই সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ অক্টোবর বুধবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর এলাকার মাদক সম্রাট বাবুল মিয়ার বসতবাড়িতে শেরপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ান ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ এর যৌথ অভিযানে মাদক সমাঞ্জী মোছাঃ কাকলি আক্তার ও মোছাঃ কাকন আক্তারকে আটক করা হয়। পরে তাদের বসতবাড়ি তল্লাশী চালিয়ে ২৮ গ্রাম হেরোইন, ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১ বোতল বিদেশি মদ, ২ ক্যান বিয়ার, মাদক বিক্রিয় ৪ লক্ষ ৫০ হাজার  টাকা ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে অভিযানের সময় মাদক সম্রাট মোঃ বাবুল মিয়া পালিয়ে যায় এবং তাকে গ্রেফতার এর চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের শেরপুর সদর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়। 

Share icon