ঝিনাইগাতী শ্রমিক দলের কমিটি নিয়ে তুলকালাম ; প্রতিবাদে ঝাড়ু মিছিল !!

স্টাফ রিপোর্টার
শুক্র, 01.11.2024 - 09:42 PM
Share icon
Image

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের  আহবায়ক কমিটি নিয়ে তুলকালাম শুরু হয়েছে। এছাড়া জেলা শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টাকা নিয়ে কমিটি ঘোষণা এবং আওয়ামীলীগের নেতা-কর্মীদের টাকার বিনিময়ে শ্রমিকদলের মধ্যে পুর্ণবাসন করার অভিযোগ করে ঝাড়ু মিছিল ও শ্লোগান দেয় স্থানীয় নেতা- কর্মীরা। ওই সময় দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে। 

জানা গেছে,শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের আহবায়ক হিসেবে সেলিম আহমেদ জীবন ও এমদাদুল হককে সদস্য সচিব করে ৩৫ সদস্য কমিটি ঘোষণা করেন জেলা শ্রমিক দলের সভপতি শওকত হোসেন ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম জুন।

সদস্য সচিব পদ পাওয়া নেতা এমদাদুল হকের অভিযোগ, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম জুন টাকা নিয়ে কমিটি গঠন ও আওয়ামী লীগের লোকদের কমিটিতে পুনর্বাসন করেছেন।

এমদাদুল হক বলেন, উপজেলা বিএনপি নেতাদেরকে না জানিয়ে এবং টাকার বিনিময়ে এমন কমিটি ঘোষণায় ঝিনাইগাতী শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ঝাড়ু মিছিল করেছে।

এ বিষয়ে জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন বলেন, এমদাদুল হকের অভিযোগ সত্য নয়। টাকা নিয়ে কমিটি গঠন এবং আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন করেছি, যদি তারা প্রমাণ দিতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।

Share icon