শেরপুর জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত
শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের নব মনোনীত ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বাতেনকে ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ওই বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা দিয়েছেন।
পরে নব মনোনীত ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী আলহাজ্ব মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে শিক্ষক-কর্মচারীদের সাথে পরিচিতি ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব মনোনীত সভাপতি তার বক্তব্যেয় বলেন, জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়টি শেরপুর জেলা শহরের একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যাপকভাবে পরিচিত এবং বেশ সুনাম রয়েছে। তাই বিদ্যালয়টির লেখাপড়ার মানোন্নয়নের জন্য প্রত্যেক শিক্ষককে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য তিনি আহ্বান জানান। এছাড়াও তিনি বিদ্যালয়ের সার্বিক খোঁজখবর নেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য ডাঃ আনোয়ার হোসেন, পৌর জামায়াত আমীর মাওলানা নূরুল আমীন, পৌর সেক্রেটারী ডাঃ হাসানুজ্জামান, জেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মানিক, জাসাস সাবেক নেতা হারুণ অর রশীদ, সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, সিনিয়র শিক্ষক মোঃ আজাহার আলী প্রমুখ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি না থাকায় এবং পদটি শূন্য থাকায় গত ১৭ নভেম্বর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর স্বাক্ষরিত এক পত্রাদেশে আলহাজ্ব মোঃ আব্দুল বাতেনকে ওই বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনীত করা হয়।