শেরপুর এটিআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন আর নেই

স্টাফ রিপোর্টার
রবি, 08.12.2024 - 06:17 PM
Share icon
Image

শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন (৫৩) আর নেই। ইন্নালিল্লাহি......রাজেউন)। 

আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে শনিবার রাত আটটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর সদর জেনারেল হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তিঁনি স্ত্রী, দুই ছেলে সন্তান রেখে গেছেন। 

৮ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় শেরপুর এটিআই মাঠে প্রথম এবং বিকালে শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। 

অত্যন্ত বিনয়ী, সজ্জন, দায়িত্বশীল কর্মকর্ত এবং কৃষিবিদ হিসেবে তিঁনি সুবিদিত ছিলেন। তাঁর মৃত্যুতে শেরপুর এটিআই পরিবার, সহপাঠিদের সংগঠন ‘সার্কেল-৮৬/৮৭’ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে।

Share icon