জনবাণীর সম্পাদকসহ ৪ জনকে আহতের ঘটনায় শেরপুর প্রেসক্লাব’র নিন্দা
দৈনিক জনবাণীর সম্পাদক প্রকাশক মো. শফিকুল ইসলামসহ ৪ জন আহতের ঘটনায় এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা ও নিন্দা প্রস্তাব করেছে শেরপুর প্রেসক্লাব। আজ শুক্রবার ২৭ ডিসেম্বর রাতে শহরের থানার মোড়স্থ হোটেল আয়সার ইনে এ সভা করা হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি করতোয়ার জেলা প্রতিনিধি এস এম শহিদুল ইসলাম।
শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এশিয়ান টেলিভিশন ও জনবাণীর জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে শেরপুর প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বল, সহ-সভাপতি মাছরাঙা টেলিভিশন ও দৈনিক খবরের জেলা প্রতিনিধি আবুল হাশিম, সহ সভাপতি স্থানীয় দৈনিক তথ্যধারার চীফ রিপোর্টার আসাদুজ্জামান মুরাদ, দপ্তর সম্পাদক আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মারুফুর রহমান, নকলা প্রেসক্লাব’র সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন প্রমুখ।
জানা যায়, জনবাণীর সম্পাদক সহ ৪ জনের উপরে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ২০/২২ জনের একটি দুর্বৃত্ত দল রড, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঐ ৪ জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলা করার পূর্বে ওই সন্ত্রাসীরা জনবাণীর পত্রিকার কার্যালয়ে গিয়েছিল।
সভায় অবিলম্বে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান শেরপুর প্রেসক্লাব’র নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, ভোরের কাগজের জেলা প্রতিনিধি খোরশেদ আলম, আজকের বসুন্ধরার জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, নিউ নেশনের জেলা প্রতিনিধি সুমন দে, দিনকালের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, বনিকবার্তার জেলা প্রতিনিধি হুমায়ুন আহমেদ, বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, আজকের দর্পনের জেলা প্রতিনিধি নাজমুল হোসেন, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, জামালপুর দিনকালের জেলা প্রতিনিধি আবু হানিফ নোমান, দৈনিক ঢাকার জেলা প্রতিনিধি শাহিনুর রহমান পনির, দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এনামুল হক, গজনী নিউজের সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, আলোকিত সকালের জেলা প্রতিনিধি ফজলুল করিম, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, ভোরের চেতনার প্রতিনিধি মুরাদ হোসেন চাঁন, বিজয়ের বাণীর জেলা প্রতিনিধি কাকন সরকার, আমাদের দিনের জেলা প্রতিনিধি সোহানুর রহমান, মুসলিম টাইমসে প্রতিনিধি সেলিম রেজা, আলোকিত প্রতিদিনের প্রতিনিধি নূর হোসেন, মানবকন্ঠের প্রতিনিধি ফজলে রাব্বি রাজনসহ সিনিয়র জুনিয়র সাংবাদিকবৃন্দ।