শেরপুরে সিএনজি-বাস মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত
শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৮/১০ জন। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের মৃত আঃ সামাদের ছেলে সিএনজি চালক লোকমান হুসেন (৪০), আলীনাপাড়া গ্রামের মোখলেসুর রহমান (৭৮) ও তার স্ত্রী, নকলা উপজেলার গণপদ্দি গ্রামের মাইশা তাসনিম মিম (২২) ও কামরুজ্জামান বাবু (২২)। নিহতদের মধ্যে আরও একজন মহিলার পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। স্থানীয়রা আহতদের মধ্যে ১ জনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম জানান, নিহতদের মধ্যে ৩ জন নারী ও একজন শিক্ষার্থী রয়েছেন। ময়নাতদন্ত শেষে আমরা যার যার পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করব। ঘটনাস্থল থেকে পুলিশ বাসটি জব্দ করলেও পালিয়ে গেছে চালক।