ভারতের ভূখন্ডে ঔষধ ব্যবসায়ী নিহতের ঘটনায় অন্ধ শিক্ষার্থী, ইমাম ও সাংবাদিককে জড়িয়ে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
বুধ, 01.01.2025 - 04:02 AM
Share icon
Image

ভারতের ভূখন্ডে শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের পূর্ব আলিনাপাড়া গ্রামের ঔষধ ব্যবসায়ী মোঃ রেজাউল করিম নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অন্ধ শিক্ষার্থী মোঃ ফজলুল হক, দুই ইমাম ও সাংবাদিক মারুফুর রহমানকে জড়িয়ে মিথ্যা হত্যা মামলায় ফাঁসিয়ে অর্থ বাণিজ্যর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় শেরপুর শহরের নিউমার্কেট দৈনিক তথ্যধারা মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছেন।

এসময় বিএসএফ কর্তৃক নিহত ঔষধ ব্যবসায়ী রেজাউল করিমের ভগ্নিপতি মোঃ মুকুল হোসেন কর্তৃক আদালতে দায়ের করা মিথ্যা হত্যা মামলার ভুক্তভোগী আসামীদের পরিবারের পক্ষ থেকে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করেন শিল্পী বেগম।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ওই মিথ্যা হত্যা মামলার বাদী মুকুল হোসেন তার শ্যালক ঔষধ ব্যবসায়ী রেজাউল করিমকে দিয়ে ভারতে অবৈধভাবে ঔষধ পাচার এবং ভারত থেকে নিষিদ্ধ ঔষধ আমদানি করাতেন। এরই এক পর্যায়ে ২০২৪ সালের ২৫ অক্টোবর কোন এক সময় ভারতের ভূখন্ডে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের হাতে রেজাউল করিম নিহত হয়। এ নিহতের ঘটনাকে রেজাউল করিমের ভগ্নিপতি মোঃ মুকুল হোসেন হীনস্বার্থ চরিতার্থ এবং রেজাউল করিমকে পুজি করে বিশ্ববিদ্যালয়ের অন্ধ শিক্ষার্থী মোঃ ফজলুল হক, দুই ইমাম এবং সাংবাদিক মারুফুর রহমানসহ ১৭ জনকে আসামি করে রেজাউল হত্যা মামলা সাজিয়ে বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন বলে সংবাদ সম্মেলনে আসা ভুক্তভোগী পরিবারের সদস্যরা এমনটাই অভিযোগ করেন। 

এদিকে সংশ্লিষ্ট থানায় রেজাউল করিমের অপমৃত্যুর মামলা হলেও পরবর্তীতে মিথ্যা মামলার আসামীদের পরিবারের কাছে মামলার বাদী মোঃ মুকুল হোসেন মামলা থেকে তাদের নাম কেটে দিবে এমন কথা বলে মোটা অংকের টাকা দাবি করছেন বলেও অভিযোগ করেন তারা। 

এব্যাপারে ভুক্তভোগী আসামীদের পরিবার নিহত রেজাউল করিমকে তার ভগ্নিপতি মুকুল হোসেন ওই মিথ্যা হত্যা মামলার নাটক সাজিয়ে হয়রানী করার প্রতিবাদ জানান। সেই সাথে নিরপেক্ষ তদন্ত করে আসল রহস্য উদঘাটন করার দাবি জানান। সেই সাথে আদালত ও পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন। 

আদালত ও পুলিশ প্রশাসনের প্রতি ভুক্তভোগীদের সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশেষ দাবী, সময় ক্ষেপণ না করে পুলিশ এই মামলাটি তদন্ত পূর্বক আদালতে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করে মিথ্যা হয়রানিমূলক হত্যা মামলা হতে পরিত্রাণ পাওয়ার জোর দাবি জানান ভুক্তভোগীরা। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও শেরপুর প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Share icon