শেরপুরে সম্প্রীতি রক্ষায় ও অপপ্রচার বন্ধে সনাতন ধর্মাবলম্বীদের সংবাদ সম্মেলন
শেরপুর প্রতিনিধি: শেরপুরে সম্প্রীতি রক্ষায় ও সংখ্যা লঘুদের নিয়ে অপপ্রচার বন্ধে সংবাদ সম্মেলন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। রোববার (৫ জানুয়ারি) সকালে লছমনপুর ইউনিয়নের গৌরাঙ্গ বাড়ি নবীন পূজা সংঘে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরাঙ্গ বাড়ি নবীন পূজা সংঘের সাধারণ সম্পাদক শিপলু চন্দ। এসময় তিনি বলেন, পাশ্ববর্তী দেশ ভারত সহ বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আমাদের শেরপুরের সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলো নিয়ে নানা মিথ্যাচারে লিপ্ত রয়েছে। পক্ষান্তরে ৫ আগষ্টের পর থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর নির্দেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আমাদেরকে পাহারা দিয়েছেন।
সেই সাথে মন্দির গুলোতে তারা রাত জেগে পাহারায় বসে ছিলেন। শেরপুরের মন্দির গুলোতে হামলা চাঁদাবাজির মতো কোন ঘটনা ঘটেনি। আমরা ইতিমধ্যে বিভিন্ন পূজা উৎসব সহ বিভিন্ন বিয়ে পার্বনে আমাদের সামাজিক কাজগুলো করে যাচ্ছি। এতে আমাদের প্রতিবেশি মুসলিমরা আমাদেরকে ভাই হিসেবে সাহায্য করে যাচ্ছেন। আমাদের জানা মতে শেরপুর জেলায় কোন মন্দির বা কোন সংখ্যালঘু পরিবারের উপর হামলা মামলা বা অন্য কোন অপৃতিকর ঘটনা ঘটেনি।
পাশ্ববর্তী দেশ ভারত সহ কিছু রাজনৈতিক দল আমাদের শেরপুর নিয়ে যে মিথ্যা প্রবাগান্ডা চালাচ্ছেন তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। প্রকৃত সত্য হচ্ছে আমরা জেলা বিএনপিসহ সাবেক সাধারণ সম্পাদক হযরত আলীর সহযোগিতায় খুব ভালো আছি।
ওই সময় লছমনপুর ইউনিয়নের অর্ধশত সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।