৩১ দফা বাস্তবায়নে শেরপুরে বিএনপি নেতা ফজলুল কাদের লুটু ও এস.এম শহীদুল ইসলামের লিফলেট বিতরণ
![](/sites/default/files/styles/extra_large/public/image/2025-02/1000013535.jpg?itok=nbYEzVAt)
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ফজলুল কাদের লুটু ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শেরপুর সরকারি কলেজের সাবেক ভি.পি এস.এম শহীদুল ইসলামের নেতৃত্বে শেরপুর সরকারি কলেজ গেইট মোড় থেকে ওই লিফলেট বিতরণ করা হয়।
পরে গণসংযোগটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে ৩১ দফা রূপরেখার নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ শেষে ডিসি গেইট মোড়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ফজলুল কাদের লুটু ও এস.এম শহীদুল ইসলাম ভি.পি।
ওই সময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মোখলেসুর রহমান জীবন, জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুলসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।