শেরপুরে রমজান উপলক্ষে ১০০ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রাশেদুল আলমের ইফতার সামগ্রী বিতরণ

শেরপুরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। নাকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের কৃতি সন্তান মাল্টিন্যাশনাল কোম্পানির কান্ট্রি ম্যানেজার দানবীর মো. রাশেদুল আলম এর ব্যক্তিগত অর্থায়নে শনিবার (১মার্চ) সকাল ১২ টায় নকলার চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ওই অঞ্চলের হতদরিদ্র শতাধিক পরিবারে প্রায় ৮ শত টাকা মূল্যের একশ প্যাকেট ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল- দেড় কেজির ১টি মুরগী, আধা কেজি খেজুর, দুই কেজি মুড়ি, ৫০০ গ্রাম সয়াবিন তেল, এক কেজি ছোলাবুট। এই উদ্যোগে এলাকার দরিদ্র ও অসহায় মানুষরা উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন উপকারভুগীরা।
জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সজিব মিয়া বলেন, চারপাশের গরিব অসহায় মানুষের জন্য আমরা আমাদের এলাকার দানশীল সমাজকর্মী রাশেদুল আলম ভাইয়ের ব্যক্তিগত অর্থায়নে ও সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ করেছি। এমন মহৎ কাজ করতে পেরে আমরা কৃতজ্ঞতা বোধ করছি।
কান্ট্রি ম্যানেজার ও মানবতার সেবক মো. রাশেদুল আলম জানান, আমি মুলত সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষেদের ব্যক্তিগতভাবে মাঝে-মধ্যে সহায়তা করার চেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার তরুণদের সহযোগিতায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে আজকের এই ইফতার সামগ্রী বিতরণ করা হলো। ভবিষ্যতেও আমার সামর্থ্য অনুযায়ী এমন উদ্যোগ চলমান থাকবে। আমার প্রয়াত বাবা-মার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
ওই সময় জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে মো: সজিব মিয়া, মো. রাসেল, নামজুল মন্ডল, মনির হোসেন, আহসান হাবিব,আতিকুল ইসলাম, মাসুদ রানা, তন্ময়, সানি আলম, রবিন হাসান,ইমন ইসলাম, রাকিব হাসান,আবির ইসলাম, মুহাম্মদ আলী জিন্নাহ, এস ডি রুবেল, নিশাত, সাইদ, রনি হাসান, জহুরুল, সাকিব, শাহিন আহমেদ সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।