শেরপুর চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির বিভ্রান্তি সৃষ্টি নিয়ে প্রেস বিজ্ঞপ্তি

শেরপুরের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন শেরপুর চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির কমিটি নিয়ে অনাকাঙ্খিত ও বিভ্রান্তি সৃষ্টি হয়। এবিষয়ে চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তাদের দৃষ্টি গোচর হলে সকলের জ্ঞতার্থে ১৮ মার্চ মঙ্গলবার ব্যবসায়ী এই সংগঠনের পক্ষ থেকে চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির সচিব মোঃ হারুন অর রশীদ ও সহ-সচিব তন্ময় বনিক কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
শেরপুর চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। তাই এর সকল কার্যক্রম বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় এবং জয়েন্ট স্টক কোম্পানি কর্তৃক অনুমোদিত সংবিধান অনুসারে পরিচালিত হয়। এদিকে নতুন কমিটি নিয়ে বিভিন্ন মহলে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা ২০২৩ সালের ২০ জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করা কমিটি এবং নতুন কমিটি নয়। এতে সভাপতিসহ অন্যান্য পদসহ ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির সদস্যদের মধ্যে বিগত তিন মাসে যে সকল সদস্য এবং নেতৃবৃন্দ অনুপস্থিত থাকায় গত ২৫/১১/২০২৪ তারিখের নিয়মিত সভায় ১১ জন সদস্যদের উপস্থিতিতে সভায় সকলের সর্বসম্মতিতে আলহাজ্ব আব্দুল আওয়াল চৌধুরী ও মোঃ ফজলুর রহমান তারাকে উপ-কমিটিতে স্থলাভিষিক্ত করা হয়।
এছাড়াও আগামী ২২ আগস্ট ২০২৫ তারিখে প্রতি বছরের ন্যায় আনন্দঘন এবং উৎসব পরিবেশে শেরপুর চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এজন্য কোন প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করেছেন শেরপুর চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ।