শেরপুর জেলা ক্লিনিক সমিতির কমিটি গঠন; সভাপতি রুপম - সাধারণ সম্পাদক ক্রিসেন্ট

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 20.03.2025 - 04:20 PM
Share icon
Image

শেরপুর জেলা ক্লিনিক ও ডায়াগনোসিস সেন্টার সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সিনিয়র সহসভাপতি কায়সার আহমেদ ফারুক এর সভাপতিত্বে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় শহরের উত্তরা স্পেশালাইস্ট হাসপাতালে সমিতির এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। 

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডক্টরস হসপিটালের চেয়ারম্যান ডা. রুহুল কুদ্দুস রুপম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকন্দ হরমোন ল্যাব এর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন ক্রিসেন্ট।

সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। পরবর্তীতে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

উক্ত সভায় সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

Share icon