নবনিযুক্ত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির যোগদানে শেরপুর জেলা পুলিশের অভিনন্দন

স্টাফ রিপোর্টার
বুধ, 26.03.2025 - 08:12 PM
Share icon
Image

আজ বুধবার (২৬ মার্চ, ২০২৫ খ্রি.) দুপুরে মোঃ আতাউল কিবরিয়া ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেন। ওই সময় তাঁকে অভ্যর্থনা জানান ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ আবু বকর সিদ্দীক।

অভ্যর্থনার সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অপারেশনস্, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম; কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ, রাশিদা বেগম পিপিএম; অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ময়মনসিংহ, ফাল্গুনী নন্দী; অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ময়মনসিংহ, মোঃ শামীম হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ, মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ, মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (এসএএফ), ময়মনসিংহ, তাহমিনা আক্তার সহ অত্র অফিসের অন্যান্য কর্মকর্তাগণ।

পরে ময়মনসিংহ জেলা পুলিশের সুসজ্জিত চৌকস পুলিশ দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন। 

ময়মনসিংহ রেঞ্জে সদ্য যোগদানকৃত ডিআইজির সর্বাঙ্গীন সাফল্য ও অভিনন্দন কামনা করছেন শেরপুর জেলা পুলিশ।

Share icon