হাতির আক্রমণে নিহত ২ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা এডভোকেট জর্জ

শেরপুরের ঝিনাইগাতীতে সাম্প্রতিক সময়ে বন্য হাতির আক্রমণে নিহত এপিলিস মারাক ও আজিজুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি নেতা এডভোকেট এরশাদ আলম জর্জ।
শুক্রবার (২৩মে) দুপুরে মো. এরশাদ আলম জর্জ স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে নিহতদের পরিবারের বাড়ীতে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের হাতে ৫ হাজার করে টাকার অনুদান তুলেদেন। এডভোকেট এরশাদ আলম জর্জ সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -৪ এর সরকারি আইনকর্মকর্তা (পিপি) হিসেবে কর্মরত আছেন।
সূত্রে জানা যায়, তিনি শেরপুর-৩ (শ্রীবরদী - ঝিনাইগাতী) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এবং স্থানীয়দের কাছে তিনি ক্লীণ ইমেজের একজন নেতা হিসেবে পরিচিত লাভ করেছেন।
জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আজিজুর রহমান আকাশ ও বড় গজনী এলাকার এপিলিস মারাক বন্য হাতির আক্রমণে মারা যায়। এমতাবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তারেক জিয়ার নির্দেশ বাস্তবায়নে নিহত ২ পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা অনুদান তুলে দেন। ওই সময় দলীয় নেতা কর্মিদের পাশাপাশি স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।