শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 15.07.2025 - 02:05 AM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর॥ গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে শেরপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের থানা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় থানার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, এবং সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়া।

সভাপতির বক্তব্যে হাশেম বাবু বলেন, "বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে গণতন্ত্রের নামে জনগণকে প্রতারিত করছে। ছাত্রদল রাজপথে আছে, থাকবে। আন্দোলন চলছে, চলবে।"

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল বলেন, "ছাত্রদল কখনো অন্যায়ের কাছে মাথানত করেনি। আমাদের দাবি একটাই—গণতন্ত্র ফেরাও, দেশকে স্বাভাবিক করো।"

Image

সমাবেশে আরও বক্তব্য রাখেন থানা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ, শহর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, এবং অন্যান্য নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহিদ হাসান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল হাসান তারা, 
নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী শ্রীবরর্দী ও সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীসহ জেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী।

বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও পুরো কর্মসূচিতে উত্তেজনা ও শ্লোগান মুখর পরিবেশ বিরাজ করে। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Share icon