গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির ব্লকেড, যান চলাচল ২ ঘণ্টা বন্ধ

মারুফুর রহমান, শেরপুর॥ গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে শেরপুরে দুই ঘণ্টার সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র ঐক্য (এনসিপি)। আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত জেলা শহরের অষ্টমীতলা এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এ অবরোধ পালন করা হয়।
সংগঠনের নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে একযোগে এই ‘ব্লকেড’ কর্মসূচি পালিত হচ্ছে।
কর্মসূচিতে অংশ নিয়ে শেরপুর জেলা এনসিপির আহ্বায়ক মামুনুর রহমান মামুন বলেন, "গোপালগঞ্জে আমাদের কেন্দ্রীয় নেতাদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীদের এখনো আইনের আওতায় আনা হয়নি। আমরা হুঁশিয়ার করছি, এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এনসিপির আন্দোলন চলবে।"
ব্লকেড কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফিরোজ আহমেদ, তান্না ইসলাম, আরিফ সাফফারি, আল মামুন সরকার, রাশেদুল হাসান, মাজহার মেহেদী ও উম্মে হাবিবা প্রমুখ।
ওই সময় আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।ব্লকেড চলাকালে মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। তবে সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।