তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
শুক্র, 18.07.2025 - 12:39 AM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি ও রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আতাহারুল ইসলাম আতা।

Image

বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ বলেন, “তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁকে নিয়ে বারবার কটূক্তি গণতন্ত্রের অবমাননার শামিল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

আতা বলেন, “যুবদল শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু বারবার কটূক্তি করলে তা মেনে নেওয়া হবে না। যুবসমাজ রাজপথে জবাব দিতে প্রস্তুত।”

Image

বক্তারা দ্রুত কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অপপ্রচার বন্ধের দাবি জানান। এছাড়াও ভবিষ্যৎ গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজকে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Share icon