চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতা আটক: পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতারা

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 24.07.2025 - 11:35 AM
Share icon
Image

ইউনিয়ন পরিষদে তালা, চেয়ারম্যানকে লাঞ্ছনা, বাজারে ব্যবসায়ীদের হুমকি - বহিষ্কার সভাপতি

স্টাফ রিপোর্টার: চাঁদাবাজির অভিযোগে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় উত্তেজনা ছড়ালে সংগঠনের ভাবমূর্তি রক্ষায় জরুরি সিদ্ধান্ত নিয়ে একজন নেতাকে আজীবনের জন্য বহিষ্কারও করা হয়েছে।

আটককৃতরা হলেন, বড় ঝাউয়েরচর এলাকার মো. সবুজ আহাম্মেদ (৩৫) ও কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার মো. আল আমিন ইসলাম সাগর (২৬)। বুধবার (২৩ জুলাই) রাতে কুসুমহাটি বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লছমনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ বলেন, “সবুজ ও সাগর দীর্ঘদিন ধরে দলের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল। তারা দলীয় কোনো কার্যক্রমে অংশ নেয় না। বরং উল্টো দলের বিরুদ্ধে কাজ করছে। এলাকাবাসীর সহায়তায় তাঁদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে।”

স্থানীয় নেতারা জানান, বুধবার বিকেলে দুই নেতা বলাইয়েরচর ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করেন। এরপর লছমনপুর ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের মোটরসাইকেল ভাঙচুর করে ভবনে তালা দেন। তারা সচিবসহ অন্য কর্মীদের বের করে দেন এবং কুসুমহাটি বাজারে একাধিক দোকানে গিয়ে চাঁদা দাবি করেন।

এ ঘটনায় লছমনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী আলেয়া বেগম বাদী হয়ে সবুজ ও সাগরসহ পাঁচজনকে আসামি করে শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জানান, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় শেরপুর সদর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অভিযুক্ত মো. আল আমিন ইসলাম সাগরকে সভাপতি পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ ও সদস্য সচিব সুমন আহমেদ বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এর আগেই, গত ১৭ জুলাই সাগরের সভাপতির দায়িত্ব স্থগিত করা হয়েছিল। আজকের ঘটনার পর তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও বিএনপি নেতাদের দ্রুত ও কঠোর অবস্থানের কারণে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে

Share icon