শেরপুর সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গা পুশ ইন: বিএসএফের বিরুদ্ধে বিজিবির অভিযোগ

স্টাফ রিপোর্টার
শুক্র, 25.07.2025 - 04:23 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর॥

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এবার ৫ জন নারী, ৫ জন পুরুষ এবং ১১ জন শিশুসহ মোট ২১ জন রোহিঙ্গা নাগরিককে পুশ ইন করেছে তারা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের আওতাধীন নাকুগাঁও সীমান্ত এলাকার ১১১৬ নম্বর মেইন পিলার দিয়ে এই পুশ ইন কার্যক্রম চালায় ভারতের কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বিজিবির টহল দল ২১ জন রোহিঙ্গাকে আটক করে নিকটবর্তী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ আশ্রয়ে রাখে। 

আটককৃতরা ৬টি পরিবারের সদস্য। 

সম্প্রতি ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা পরিচয় দিলে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ কৌশলে রাতের আঁধারে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, “আটক রোহিঙ্গাদের বিষয়ে যাচাই-বাছাই ও পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগেও গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে ১০ নারী-পুরুষ ও শিশুকে পুশ ইন করেছিল বিএসএফ।

Share icon