শেরপুর সদর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা: হযরত আলী আহ্বায়ক, সাইফুল ইসলাম সদস্য সচিব

মারুফুর রহমান, শেরপুর।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর সদর উপজেলা শাখার ১০১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ রবিবার (২৭ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের প্রবীণ নেতা আলহাজ্ব মোঃ হযরত আলী এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সক্রিয় ও জনপ্রিয় সংগঠক মোঃ সাইফুল ইসলাম।
এই ১০১ সদস্যের কমিটিতে দায়িত্ব পেয়েছেন অনেক অভিজ্ঞ, ত্যাগী ও তরুণ নেতাকর্মী। তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখা নেতাদের গুরুত্ব দিয়েই গঠন করা হয়েছে এই কমিটি।
যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন, ১.এস এম শহিদুল ইসলাম, ২.মো: শফিউল আলম চান, ৩.মো: আব্দুল হামিদ, ৪.এ এস এম রফিকুল আলম (শিপন), ৫.মোঃ ছানোয়ার হোসেন ছানু ৬.মোঃ আব্দুল মালেক, ৭. মোঃ সাইফুল ইসলাম শ্যামল, ৮.মোসাম্মৎ পপি আখতার।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জনানো হয় , এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বিএনপির নিবেদিত নেতাকর্মীদের, যারা মাঠে দীর্ঘদিন ধরে সংগঠনকে সক্রিয় করে রেখেছেন।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, "এই কমিটি দলের সাংগঠনিক ভিত্তিকে মজবুত করবে। নেতৃত্বে অভিজ্ঞতা ও কর্মঠতা, দুইয়ের মিল রয়েছে। আমরা বিশ্বাস করি, আগামী আন্দোলন-সংগ্রামে এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।"
জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ বলেন, "এই কমিটি গঠনের আগে যথাযথ যাচাই-বাছাই করা হয়েছে। তরুণ ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে সংগঠন আরও প্রাণবন্ত হবে। শিগগিরই ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিও গঠনের কাজ শুরু হবে।"
নবনিযুক্ত কমিটিকে কেন্দ্র করে ইতিমধ্যে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। জেলা এবং উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত দলের জন্য সময়োপযোগী এবং কার্যকর।
নবগঠিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব মো: হযরত আলী বলেন, "দায়িত্ব অনেক বড়, আমরা সবাই মিলে কাজ করব। দলের প্রতিটি স্তরে ঐক্য ফিরিয়ে আনা, সংগঠনকে চাঙ্গা করা এবং আন্দোলনের প্রস্তুতিই আমাদের অগ্রাধিকার।"
সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম বলেন," আমরা কর্মীদের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনকে ঢেলে সাজাবো। নেতৃত্বের নয়, কাজের মধ্য দিয়ে বিএনপিকে শক্তিশালী করাই হবে আমাদের লক্ষ্য।"
এই নতুন কমিটির মাধ্যমে শেরপুর সদর উপজেলা বিএনপিতে এক নবজাগরণের সূচনা হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। আগামীর রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবেলায় এই কমিটি আশার প্রতীক হয়ে উঠবে। এমনটাই প্রত্যাশা দলের সর্বস্তরের নেতাকর্মীদের।