গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে জনগণ ঐক্যবদ্ধ: শেরপুরে বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কা

স্টাফ রিপোর্টার
বুধ, 03.09.2025 - 09:54 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর:
শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসীলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, “দেশে আজ গণতন্ত্র ও ভোটাধিকার ক্ষতিগ্রস্ত। জনগণের অংশগ্রহণ ছাড়া রাজনৈতিক প্রক্রিয়া কার্যকর হচ্ছে না। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে দৃঢ় সংকল্পবদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শের পতাকাতলে আমরা ঐক্যবদ্ধ হয়ে ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নেব।”

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর সদর থানা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় তিনি প্রধান প্রিয় অতিথি হিসেবে এসব কথা বলেন।

এর আগে শহরের মাধবপুর মহল্লা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রঘুনাথবাজারে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সদর থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব হযরত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে হযরত আলী বলেন,
“প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ হোক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার। জনগণকে সাথে নিয়ে বিএনপি ন্যায়ভিত্তিক সমাজ ও ভোটাধিকার পুনরুদ্ধারে কাজ চালিয়ে যাবে।”

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে নির্বাচনের আগে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে না। বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে কাজ করছে এবং দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ বলেন, “দেশের মানুষ আর অবিচার ও অনিয়মের কাছে সমর্পিত থাকতে চায় না। বিএনপি জনগণের পাশে থেকে ন্যায়নিষ্ঠ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত।”

Image

সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ এস এম শহিদুল ইসলাম ভিপি বলেন, “দেশের মানুষ সুশাসন চায়, ন্যায়বিচার চায়। বিএনপির নেতৃত্বে জনগণের ঐক্যবদ্ধ উদ্যোগই সঠিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তনের পথ সুগম করবে।”

এছাড়াও বক্তব্য দেন শহর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আব্দুল মান্নান (পিপি), সদস্য সচিব মো. জাফর আলী ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।

সভায় সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মীর সমাগম ঘটে, যা সমাবেশকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে।

Share icon