নতুন নেতৃত্বের পথে সদর উপজেলা বিএনপি: মেয়াদোত্তীর্ণ ১৪ কমিটি বিলুপ্ত

মারুফুর রহমান, শেরপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে শেরপুর সদর উপজেলা বিএনপি বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের ঘোষণা দিয়েছে। সদর উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৪টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারে আয়োজিত বর্ধিত সভায় এই ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হযরত আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাইফুল ইসলাম।
সভাপতি আলহাজ্ব হযরত আলী বলেন, “দলের দুর্দিনে যারা কাজ করেছেন, তাদের ত্যাগ ও অবদানকে অগ্রাধিকার দিয়ে নতুন কমিটি গঠন করা হবে। ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব হতে হবে সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ।
”প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ বলেন, “আসন্ন নির্বাচনে বিএনপিকে জয়ী করতে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাই নতুন কমিটিতে চাঁদাবাজ ও দখলদার মুক্ত কর্মীদের জায়গা দেওয়া হবে।
”বিশেষ অতিথি ও শেরপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন, “নতুন কমিটি গঠনে ত্যাগী নেতাদের সমন্বয়ই হবে মুখ্য। এতে সংগঠন আরও শক্তিশালী হবে এবং ইউনিয়ন পর্যায়ে কার্যকর নেতৃত্ব নিশ্চিত করা সম্ভব হবে।”
বর্ধিত সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, অচিরেই নতুন কমিটি গঠন করে ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে সক্রিয় ও সুশৃঙ্খল করা হবে, যাতে আসন্ন নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারে।