শেরপুরে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু: হাসপাতাল ঘেরাও, ৭ লাখ টাকায় আপস-মীমাংসা

স্টাফ রিপোর্টার
রবি, 19.10.2025 - 10:00 AM
Share icon
Image

শেরপুর শহরের হাসপাতাল রোডে অবস্থিত বেসরকারি শেরপুর এভারকেয়ার হাসপাতাল-এ শনিবার (১৮ অক্টোবর) সিজার অপারেশনের সময় এক প্রসূতির মৃত্যু তীব্র উত্তেজনা সৃষ্টি করেছেমৃত্যুর খবর জানাজানি হতেই নিহতের স্বজনস্থানীয়রা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ চালান এবং ভাঙচুরের ঘটনা ঘটে

পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহতের স্বজনদের অভিযোগ, ২৫ বছর বয়সী আয়াশা আক্তার সম্পূর্ণ সুস্থ অবস্থায় অপারেশন থিয়েটারে প্রবেশ করলেও অল্প সময়ের মধ্যে মৃত্যুর খবর দেওয়া হয়। তবে তার কন্যাশিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, দিনভর উত্তেজনার পর রাত ৯টায় শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আরিফ হোসেন-এর মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে ৭ লাখ টাকায় মীমাংসা হয়। এরপর হাসপাতালটি আপাতত বন্ধ রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, “বাদীর সঙ্গে কথা হয়েছে, তিনি অভিযোগ করবেন না জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষও আইনি সহায়তার জন্য এখনো আমাদের কাছে আসেননি।”

শেরপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ক্রিসেন্ট জানান, “আপস-মীমাংসা হয়েছে শুনেছি, তবে হাসপাতাল বন্ধ থাকার কারণ আমি জানি না।” এভারকেয়ার হাসপাতালের পরিচালক লিমন বলেন, “পুরোপুরি সমস্যার সমাধান হয়নি, তাই আপাতত হাসপাতালটি বন্ধ রাখা হয়েছে।”

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. লুৎফর রহমান-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে ডাক্তার জসিম উদ্দিন এর সাথে যোগাযোগ করার চেস্টা করা হলেও তাকেও পাওয়া যায়নি। 

স্থানীয় সচেতন মহল মনে করেন, বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সেবা ও প্রশাসনিক তদারকি সময়ের দাবি। তারা দাবি করেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করা জরুরি, যাতে ভবিষ্যতে কেউ অবহেলার শিকার না হয়।

Share icon