দূষণমুক্ত বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে গ্রীণ ভয়েস নেতার তেঁতুলিয়া–টেকনাফ পদযাত্রা সম্পন্ন
পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রীন ভয়েস হাবিবুল্লাহ বাহার কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক রিহাব হোসেন সফলভাবে সম্পন্ন করেছেন তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ পদযাত্রা। “প্রাকৃতিক জীবনকে হ্যাঁ বলুন, দূষণকে না বলুন”- এই শুভবাণী ধারণ করে তিনি গত ১৬ অক্টোবর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন এবং ১১ নভেম্বর পৌঁছান কক্সবাজারের টেকনাফ জিরো পয়েন্টে।
টানা ২৭ দিনে ১ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে রিহাব বাংলাদেশের ৩১টি জেলা ভ্রমণ করেন। যাত্রাপথে তিনি গ্রীন ভয়েসের বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে পরিবেশ সচেতনতা বিষয়ে মতবিনিময় করেন, শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন এবং বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে সবুজ বার্তা ছড়িয়ে দেন।
রিহাব হোসেন বলেন, “আমার এই যাত্রার লক্ষ্য ছিল মানুষকে বোঝানো যে প্রকৃতির সঙ্গে সহাবস্থানই টেকসই জীবনের পথ। প্রকৃতিকে ভালোবাসলেই জীবন হয় সুন্দর।”
গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, “তরুণদের এমন উদ্দীপনামূলক উদ্যোগ পরিবেশ আন্দোলনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। রিহাবের এই পদযাত্রা গ্রীন ভয়েসের মূল আদর্শ- প্রকৃতি, পরিবেশ ও জীবন- এর বাস্তব প্রতিফলন।”
গ্রীন ভয়েসের সহ-সমন্বয়ক শাকিল কবির বলেন, “রিহাবের পদযাত্রা শুধু একটি ব্যক্তিগত উদ্যোগ নয়, এটি এক ধরনের সবুজ আন্দোলন। সচেতন একজন তরুণের উদ্যোগ থেকেই পরিবর্তনের সূচনা হয়- রিহাব সেই বার্তাই দেশজুড়ে ছড়িয়ে দিয়েছে।”
দীর্ঘ ও চ্যালেঞ্জপূর্ণ পথ অতিক্রম করে টেকনাফে পৌঁছে রিহাব নবীন প্রজন্মের প্রতি আহ্বান জানান, “প্রাকৃতিক জীবনকে হ্যাঁ বলুন, দূষণকে না বলুন।”
