মনোনয়ন দাখিল শেষ: শেরপুরের তিন আসনে ১৬ প্রার্থীর নির্বাচনী লড়াই
মারুফুর রহমান, শেরপুর | ২৯ ডিসেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের কার্যালয়ে প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত হলে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শেরপুর-১ (সদর) সংসদীয় আসনে সর্বাধিক ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ৫ জন এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
শেরপুর-১ (সদর) সংসদীয় আসন-১৪৩ থেকে মনোনয়ন দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিখন মিয়া, জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মইনুল ইসলাম।
শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) সংসদীয় আসন-১৪৪ থেকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলাল এবং স্বতন্ত্র প্রার্থী প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান।
অন্যদিকে শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) সংসদীয় আসন-১৪৫ থেকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা এবং এনসিপি মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান।
মনোনয়নপত্র দাখিল শেষে একাধিক প্রার্থী বলেন, “নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছি। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে ভোটের মাঠে প্রকৃত প্রতিযোগিতা হবে।”
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা জানান, “সব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”
মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে শেরপুর জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে আগামী দিনগুলোতে জেলার রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
