শেরপুরে সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
মারুফুর রহমান, শেরপুর: ৪ জানুয়ারি ২০২৬
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শেরপুর জেলা আইনজীবী সমিতির বার অডিটোরিয়ামে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেরপুর পলিটেকনিক্যাল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিবুল হাসান উসানের সভাপতিত্বে এবং শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিওনের তত্ত্বাবধান ও সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম. কে মুরাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, “আমার বাবা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে নিরলসভাবে সহযোগিতা করেছেন এবং আজীবন দলের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে গেছেন।” তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম. কে মুরাদুজ্জামান বলেন, “মরহুম জাহেদ আলী চৌধুরী ছিলেন একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ ও জনবান্ধব নেতা। দেশ ও দলের জন্য তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।”
প্রধান বক্তার বক্তব্যে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বলেন, “গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাহেদ আলী চৌধুরী আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ধারণ করেই বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।”
দোয়া মাহফিলের আয়োজক শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিওন বলেন, “এই প্রজন্মের ছাত্ররাজনীতির জন্য মরহুম জাহেদ আলী চৌধুরীর রাজনৈতিক জীবন একটি উজ্জ্বল ও অনুসরণযোগ্য দৃষ্টান্ত।”
শোকসভায় আরও বক্তব্য রাখেন জেলা বারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামিউল ইসলাম আতাহার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক ছাত্রদলের সভাপতি শওকত হোসেন, অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, শেরপুর শহর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আছিফ, সাবেক সদর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আলী, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাহিন এবং শেরপুর জেলা যুবদলের প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুল হাসান ইমন।
এছাড়াও পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ছাত্রনেতা আনন্দ, মারুফ, মাহাবুব, আজিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোকসভার শেষে মরহুম জাহেদ আলী চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
